হাসানুল হক ইনু গ্রেফতার
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি এবং সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি এবং সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একটি দল। সোমবার (২৬ আগস্ট) রাজধানীর উত্তরা থেকে তাকে আটক করা হয়।
হাসানুল হক ইনু একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক তথ্যমন্ত্রী। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম নেতা তিনি।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন হাসানুল হক ইনু। এছাড়া ৬০ এর দশকের একজন নামকরা ফুটবল খেলোয়াড় ছিলেন তিনি। তার বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর।