ফরিদপুরে শিক্ষার্থীদের তোপের মুখে প্রধান শিক্ষকের পদত্যাগ

ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দায় আওয়ামীলীগের দলীয় প্রভাব খাটিয়ে বিদ্যালয়ের তহবিল থেকে অর্থ আত্মসাৎ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে অসদাচরণ সহ নানা অনিয়মে অভিযুক্ত বিলনালিয়া ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাজাহান মিয়া শিক্ষার্থীদের তোঁপের মুখে পদত্যাগ করেছেন।
রবিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর নিজ স্বাক্ষরিত পদত্যাগ পত্র জমা দেন তিনি। ঐদিন সকাল থেকেই প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিদ্যালয় চত্বরে অবস্থান নেয় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। এছাড়াও সকালে বিদ্যালয়ের সাধারণ শিক্ষকরা একত্রে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দেন। এরপরই প্রধান শিক্ষকের পদ থেকে পদত্যাগ করেন তিনি।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ফরিদপুরে শিক্ষার্থীদের তোপের মুখে প্রধান শিক্ষকের পদত্যাগ
সর্বশেষ সংবাদ