মানিকগঞ্জের সিংগাইরে খেলাফত মজলিসের পথ সভায় জনতার ঢল
মানিকগঞ্জ প্রতিনিধি:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদ ও আহতদের স্মরণে দোয়া এবং নৈরাজ্য বাদ বিরোধী পথ সভায় জনতার ঢল নেমেছিল ।
রবিবার(২৫ আগস্ট) সন্ধ্যায় সাড়ে সাতটার দিকে সিংগাইর বাসস্ট্যান্ডে বাংলাদেশ খেলাফত মজলিস সিংগাইর উপজেলা শাখার আয়োজনে সিংগাইর উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা দ্বীন মোহাম্মদ (পীর সাহেব জায়গীর) সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিস সংগ্রামী মহাসচিব শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক শেখ হাসিনাকে ফেরাউনের সাথে তুলনা করে বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত শিক্ষার্থী ও পুলিশ নিহত হয়েছেন। এর খেসারত শেখ হাসিনা,ওবায়দুল কাদের ও তার দোসরদের দিতে হবে। সেই সাথে পুলিশ প্রশাসনকে কর্মস্থলে ফেরার আহবান জানান।
এ সময় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্নসচিব শায়খুল হাদিস মাওলানা কোরবান আলী কাসেমী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র সহ-সভাপতি ডা.হাকীম ফরিদ হানাফী,বাংলাদেশ খেলাফত মজলিস মানিকগঞ্জ জেলার সাধারন সম্পাদক হাফেজ মাওলানা মুফতী মহিউদ্দিন কাসেমী ছাড়াও স্থানীয় খেলাফত মজলিসের নেতাকর্মীরা। এ পথ সভায় বিভিন্ন এলাকার খেলাফত মজলিসের কর্মী সর্মথকরা অংশ নেয়।