শিরোনাম
কালীগঞ্জে পৌষ সংক্রান্তির ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত   » «    ফ‍্যাসিবা আ’ওয়ামী সরকারের সকল মামলায় খালাস “বাবর” মদনে আনন্দ মিছিল   » «    দৌলতপুরে ইউসুফ হত্যা মামলার প্রধান আসামি এলমেচ গ্রেফতার   » «    ভারত যাওয়ার পথে ইডেন ছাত্রলীগ নেত্রীসহ গ্রেফতার ২   » «    সবজিতে স্বস্তি ফিরলেও চড়া মাছ-মুরগি ও চালের বাজার   » «   

বন্যা কবলিত পানিবন্দী অসহায় মানুষের জন্য পিকাপ যোগে শুকনো খাবার পাঠালেন মহেশপুরের ইমরান

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা:

বন্যা কবলিত পানিবন্দী অসহায় মানুষের মাঝে বিতরনের জন্য ১ হাজার প্যাকেট শুকনো খাবার, চিড়া, মুড়ি, গুড়, পনি ও বিভিন্ন ধরনের ঔষধ পাঠাচ্ছেন অস্ট্রেলিয়া প্রবাসী ঝিনাইদহের মহেশপুর নার্সিং হোম এ্ধসঢ়;ন্ড ডায়াগনষ্টিক সেন্টারের মালিক ইমরান হোসেন।

রোববার রাতে পিকআপ যোগে বন্যা কবলিত পানিবন্দী অসাহয় মানুষের জন্য শুকনো খাবার নিয়ে ফেনি জেলার উদ্দেশে রওনা হয়েছেন। সাথে রয়েছেন মহেশপুর উপজেলার পাথরা গ্রামের সমাজসেবক ইমদাদুল হক, প্রভাষক আমিনুল ইসলাম বাবলুসহ কয়েক জন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সাম্প্রতিক সংবাদ