নালিতাবাড়ীতে কোরাআন পুড়ানোর ঘটনায় পুনঃতদন্তের দাবিতে মানববন্ধন

নালিতাবাড়ী, শেরপুর :
শেরপুরের নালিতাবাড়ীতে কোরআন পুড়ানোর ঘটনায় মামলার চার্জশিট বাতিল ও ঘটনা পুনঃতদন্তের দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি দেওয়া হয়েছে।
রোববার (২৫ আগস্ট) বেলা আড়াইটায় উপজেলা পরিষদের সামনের সড়কে কোরআন প্রেমিক তাওহীদি জনতার আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন মার্কাজ মসজিদের খতিব ও ইমাম মাওলানা উবাইদুর রহমান। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, দুলাল হোসেন, মাওলানা আব্দুল্লাহ, যুবদলের আহবায়ক গোলাম কিবরিয়া মাকসিম, ইসলামী আনন্দোলনের সভাপতি মাওলানা আবু ওয়ায়েজ, মাওলানা মোস্তাক আহামেদ, মাওলানা আব্দুল জব্বার, কামাল হোসেন সরকার প্রমুখ। মানববন্ধনে কোরআন প্রেমিক শতশত জনতা অংশগ্রহন করে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরবর স্মারক লিপি দেওয়া হয়।
উল্লেখ্য গত বছরের ২৭ জুলাই উপজেলার গাছগড়া উত্তরপাড়া কেরাতিয়া মাদরাসায় রাতের আধারে কে বা কারা ৩০টি কোরআন আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * কোরাআন পুড়ানোর ঘটনায় পুনঃতদন্তের দাবি * নালিতাবাড়ী
সর্বশেষ সংবাদ