নড়াইলের মাইজপাড়ায় গণঅধিকার পরিষদের কার্যালয় উদ্বোধন

 

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের সদর উপজেলার মাইজপাড়ায় গণঅধিকার পরিষদের একটি কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
হয়েছে। শনিবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে চারটায় মাইজপাড়া বাজারে কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

মাইজপাড়া ইউনিয়ন গণঅধিকার পরিষদের আহবায়ক  পান্নু মোল্যার সভাপতিত্বে বক্তব্য রাখেন,গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আব্দুল করিম, নড়াইল জেলা গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক রেজাউল ইসলাম, জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব জামাল খান, সাংগঠসনিক সম্পাদক ইবাদত সরকার,যুব অধিকার পরিষদের সভাপতি মাহবুব হোসেন মিলন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি আনিসুজ্জামান সোহাগ, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মনিরুল মোল্যাসহ প্রমুখ।

উদ্বোধন শেষে আলোচনা সভায় দেশের বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * গণঅধিকার পরিষদের কার্যালয় উদ্বোধন * নড়াইলের মাইজপাড়ায় গণঅধিকার পরিষদের কার্যালয় উদ্বোধন
সর্বশেষ সংবাদ