শিরোনাম
কালীগঞ্জে পৌষ সংক্রান্তির ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত   » «    ফ‍্যাসিবা আ’ওয়ামী সরকারের সকল মামলায় খালাস “বাবর” মদনে আনন্দ মিছিল   » «    দৌলতপুরে ইউসুফ হত্যা মামলার প্রধান আসামি এলমেচ গ্রেফতার   » «    ভারত যাওয়ার পথে ইডেন ছাত্রলীগ নেত্রীসহ গ্রেফতার ২   » «    সবজিতে স্বস্তি ফিরলেও চড়া মাছ-মুরগি ও চালের বাজার   » «   

প্রবাসীদের অর্থায়নে বন্যার্তদের মাঝে শুকনা খাবার বিতরণ 

ইতিহাসের বয়াবহ বন্যার সাক্ষী ফেনী, নোয়াখালী ও কুমিল্লায়। মানুষের আর্থিক ক্ষতির মাঝে হারিয়েছেন শত শত মানুষ। অনেকে হারিয়েছেন পরিবারের একাধিক সদস্য। এগিয়ে এসেছেন প্রবাসে থাকা রেমিট্যান্স যোদ্ধারা। সব সময় দেশের ক্রান্তিকালে প্রবাসীরা বিশেষ ভুমিকায় আবারো দৃষ্টিান্ত স্থাপন করলেন।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নে মধ্য সিংবাহুড়া গ্রামের প্রবাসীদের অর্থায়নে যুব সমাজের উদ্যোগে ২৪ আগস্ট (শনিবার) সকালে আশ্রয় কেন্দ্র সহ ১৪০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন নুর মোহাম্মদ দোলন, আবদুর রহিম ও ওয়াসেক জমদ্দার।
সকাল ১০ টা থেকে স্থানীয় যুব সমাজ পানিতে হেঁটে হেঁটে প্লাবিত পরিবারের মাঝে শুকনো ও ভারী খাবার বিতরণ করেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * ইতিহাস * প্রবাসীদ * রেমিট্যান্স
সাম্প্রতিক সংবাদ