আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় শ্রমিকদের ভূমিকা শীর্ষক সালথায় শ্রমিক কল্যাণের আলোচনা সভা

 (ফরিদপুর) প্রতিনিধি:
‘আল্লাহর জমিনে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় শ্রমিকদের ভূমিকা শির্ষক’ ফরিদপুরের সালথায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে শুক্রবার (২৩ আগস্ট) বাদ মাগরিব উপজেলা সদরের চৌধুরী বাড়ি জামে মসজিদে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা, শ্রমিকদের কাজের পাশিপাশি কিভাবে আল্লাহর পথে আসা যায় ও চলা যায় এবং আল্লাহর জমিনে কিভাবে দ্বীন প্রতিষ্ঠা করা যায় সেই বিষয়ে বিস্তর আলোচনা করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সালথা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি চৌধুরী মাহবুব আলী (নছরু মিয়া) এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারশনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সামচুদ্দিন মোহাম্মদ ইলিয়াস, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারশনের উপদেষ্টা প্রফেসর আবুল ফজল মুরাদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নির্বাহী সদস্য ডাক্তার মেহেদি হাসান বুলবুল।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াত নেতা ফরিদুল ইসলাম, বল্লভদী ইউনিয়ন জামায়াতের আমীর মওলানা আব্দুল হান্নান প্রমূখ। এছাড়াও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় শ্রমিক * শ্রমিক কল্যাণের আলোচনা সভা
সর্বশেষ সংবাদ