সিংগাইরে তালেবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
মানিকগঞ্জ:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার তালেবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.কোহিনুর ইসলামের বিরুদ্ধে নানা অভিযোগ এনে শিক্ষার্থীরা তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন। সোমবার(১৯ আগস্ট) সকাল ১১ টার দিকে এ বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে আরিফুল ইসলাম রঞ্জুর সঞ্চালনায় ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম শামসুদ্দিন বক্তব্যে শিক্ষার্থীদের ১১টি অভিযোগ খতিয়ে দেখে আইনের মাধ্যমে প্রধান শিক্ষককে অপসারণের আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যেতে বলেন। এ সময় আরো বক্তব্য দেন, সাবেক তালেবপুর ইউপি চেয়ারম্যান মো.মোশারফ হোসেন, স্কুলের ব্যবস্থাপনা কমিটির সদস্য সৈয়দ আহমেদ মোল্লা,স্থানীয় সায়েদুজ্জামান স্বপন, জেহের আলী ও স্কুল শিক্ষক মঞ্জুরুল ইসলাম ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.কোহিনুর ইসলামের মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করে পাওয়া যায়নি। তাই বক্তব্যে নেয়া সম্ভব হয়নি। তবে সহকারি প্রধান শিক্ষক জুলেখা বেগম বলেন, শিক্ষার্থীদের অভিযোগ কিছু সত্য কিছু সত্য না।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম আব্দুল হান্নান বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ থাকলে ম্যানেজিং কমিটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবে।
উপজেলা নির্বাহি অফিসার পলাশ কুমার বসূ বলেন,স্কুলের বিষয়টি সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি দেখবে।তারপর আমাদের কাছে বললে বিধি মোতাবেক ব্যবস্থা নিব।