গাজীপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার:
গাজীপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৯শে জুলাই সোমবার সকাল দশটায় জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গাজীপুর জেলা কমান্ড্যান্ট কার্যালয়ে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট আশরাফুল ইসলাম।
বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক নুরুল আফসার চৌধুরী, সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ শফিকুল ইসলাম প্রমুখসহ আরো অনেকে। বৃক্ষরোপণ অনুষ্ঠানে আনসার সদস্যদের মাঝে বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি গাছের চারার পরিচর্যা ও মানব জীবনে গাছের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত সকল আনসার সদস্যদের গাছের চারা রোপনে উদ্ভুদ্ধ হওয়ার আহ্বান জানান। মানব জীবনে গাছ মানুষের প্রকৃত বন্ধু উল্লেখ করে প্রধান অতিথি বলেন, গাছ আমাদের অক্সিজেন দেয় এবং আমাদের শরীর থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। গাছ না থাকলে আমরা বাঁচতে পারবোনা। তিনি আরো বলেন, শুধু গাছের চারা রোপণ করলেই হবেনা পাশাপাশি চারার পরিচর্যাও করতে হবে। প্রধান অতিথি তার কার্যালয়ের সামনে খালি জায়গায় গাছের চারা রোপণ করেন এবং পুরো জুলাই মাস জুড়ে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান । তিনি সরকারি খালি জায়গা, বিভিন্ন অফিসের খালি জায়গাসহ ব্যক্তিমালিকানা খালি জায়গায় বৃক্ষরোপণ করার আহ্বান জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * গাজীপুরে আনসার * গ্রাম প্রতিরক্ষা বাহিনী * বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ