চাটখিল উপজেলা ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা
চাটখিল প্রতিনিধি:
চাটখিল পৌর সভার ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পৌর সভার হল রুমে ১৭ জুলাই (বুধবার) বিকেলে মুজিবুর রহমান নান্টু ও মোরশেদ আলম এর যৌথ সঞ্চালনায়, চাটখিল পৌর মেয়র নিজাম উদ্দিন ভিপি’র সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সাংসদ ও শ্রম ও কর্মসংস্থান সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এইচ এম ইব্রাহিম এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির, চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু, সাবেক পৌর মেয়র মোহাম্মদ উল্যা পাটোয়ারী, পৌর আওয়ামী লীগের সভাপতি সাহাজাহান খান বাবুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, চাটখিল কলেজের সাবেক ভিপি বজলুরলুর রহমান লিটন, পৌর কমিশনার সালেহ সুমন, সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, পাঁচগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুন। এবং স্থানীয় সামাজিক, রাজনৈতিক ও সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
বাজেট ঘোষণা করেন চাটখিল পৌর মেয়র নিজাম উদ্দিন ভিপি। তিনি ২০২৪-২০২৫ অর্থ বছরের রাজস্ব উন্নয়ন খাতে মোট আয় ৭৪,৯৪,২১,৭৩৯ ও রাজস্ব উন্নয়ন খাতে মোট ব্যয় ৭৪,৯২,৪৬,০২৭ টাকার বাজেট ঘোষণা করেন।