মধ্যনগরে জেলেদের মানববন্ধন

সুনামগঞ্জের মধ্যনগরে জলমহালের সীমানা নির্ধারণের দাবী ও ইজারাদার কতৃক জেলেদেরকে হামলার অভিযোগ এনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৭ই জুলাই বুধবার দুইটার সময় শহীদ মিনার চত্বরে সুমেশ্বরী বানছাপড়ার হাওরের এতে তীরবর্তী গ্রামের জেলেরা অংশনেন।
এসময় চামরদানী,কায়েতকান্দা, ঘাসী,বাট্টা,ডুলপুষি,রাঙ্গামাটির জেলেদের ব্যানারে বক্তব্যে অভিযোগ তুলেন, গতকাল বাড়ির আঙ্গিনায় মাছ ধরার সময় দুইজন জেলেকে অযথাই মারধর করে আহত করে বিলে নিযুক্ত পাহারাদারগণ।বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।খুব শিগ্রই দোষীদের আইনের আওতায় এনে জলমহলের সীমানা নির্ধারনের দাবী জানান তারা।এসময় সুনামগঞ্জ এক আসনের সংসদ সদস্য এ্যাভোকেট রনজিত চন্দ্র সরকারের সুদৃষ্টি কামনা করেছেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * মধ্যনগরে জেলেদের মানববন্ধন * মানববন্ধন
সর্বশেষ সংবাদ