গাজা যুদ্ধবিরতির আলোচনা স্থগিত করল মধ্যস্থতাকারীরা

 

গাজা যুদ্ধবিরতির বিষয়ে টানা তিনদিন ধরে এবং গভীর আলোচনার পর গ্রহণযোগ্য কোনো ফলাফল না আসায়, আবারও যুদ্ধবিরতির আলোচনা স্থগিত করেছে মধ্যস্থতাকারী দেশগুলো।

আলোচনা স্থগিত হওয়া এবং গ্রহণযোগ্য কোনো চুক্তিতে পৌঁছাতে না পারার জন্য তারা ইহুদিবাদী ইসরাইলকে দোষারোপ করেছে।

হামাস ও মিশরের নিরাপত্তা সূত্রগুলোর বরাত দিয়ে আরব নিউজ এ খবর দিয়েছে।

যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে ইসরাইলের মধ্যে প্রতিশ্রুতির ঘাটতি রয়েছে বলেই অভিযোগ করেছে মিশরের নিরাপত্তা সূত্রগুলো।

নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে মিশরিয় সূত্রগুলো বলেছে, ইসরাইলি আলোচকদের মধ্যে অভ্যন্তরীণ মতভেদ দেখা দিয়েছে এবং চূড়ান্ত পর্যায়ে তাদের আলোচনার ব্যাপারে আন্তরিকতার বিষয়টি প্রশ্নের মুখে পড়ে।

তবে ইসরাইলি সরকার এখনো আলোচনার প্রক্রিয়া বন্ধ করেনি বলে দাবি করেছে দেশটির সংবাদ মাধ্যম ইয়েদিওথ আহারোনথ।

এদিকে গাজা যুদ্ধবিরতির বিষয়ে গভীর আলোচনার মধ্যেই বর্বর ইসরাইলি বাহিনী গাজা উপত্যকায় বিরতিহীনভাবে হামলা চালিয়ে গেছে। এর মধ্যে কমপক্ষে দুটি বর্বর হত্যার ঘটনা ঘটিয়েছে, যাতে সাড়ে ৪ শতাধিক ফিলিস্তিনি হতাহত হয়েছেন। ইসরাইলের এই গণহত্যা গাজা যুদ্ধবিরতির প্রক্রিয়ায় প্রভাব ফেলেছে বলে দাবি হামাসের।

আলোচনা ব্যর্থ হওয়ার জন্য হামাসের উপ-প্রধান খালিল আল-হাইয়া ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রীকে বেনিয়ামিন নেতানিয়াহুকেই দায়ি করেছেন।

তিনি রোববার এএফপিকে বলেছেন, গাজায় অবিরত ইসরাইলি ‘গণহত্যা’ এবং আলোচনায় তাদের নেতিবাচক মনোভাবের কারণেই ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি গাজা যুদ্ধবিরতির আলোচনা থেকে সরে এসেছে।

খালিল আল-হাইয়ার মতে, হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া আন্তর্জাতিক মধ্যস্থতাকারী দেশ কাতার এবং মিশরকে যুদ্ধবিরতি পরিকল্পনার বিষয়ে আলোচনা সমাপ্তির কথা বলেছেন।

এই কর্মকর্তা বলেন, হানিয়া বলেছেন, দখলদার ইসরাইলি সরকারের মধ্যে গুরুত্ববোধের অভাব, বিলম্ব ও বাধার অব্যাহত নীতি এবং নিরস্ত্র বেসামরিকদের ওপর চলমান গণহত্যার কারণে আলোচনা বন্ধ রাখবে হামাস।

তার মতে, হামাস একটি চুক্তিতে পৌঁছাতে এবং গাজায় আগ্রাসনের অবসান ঘটাতে ভীষন নমনীয়তা দেখিয়েছে এবং যখন দখলদার সরকার একটি যুদ্ধবিরতি চুক্তি এবং বন্দি বিনিময় চুক্তিতে পৌঁছানোর বিষয়ে গুরুত্ব দেখিয়েছে, তখনই সংগঠনটি আলোচনা পুনরায় শুরু করতে প্রস্তুত হয়েছে।

হামান নেতা হানিয়া শনিবার গভীর রাতে এক বিবৃতিতে এসব কথা বলেছেন। সেইসঙ্গে তিনি এ সময় মধ্যস্থতাকারী দেশগুলোসহ সব দেশের প্রতি এই বলে আহ্বান জানিয়েছেন, তারা যেন গাজায় হামলা বন্ধ করতে ইসরাইল সরকারের ওপর চাপ সৃষ্টি করে

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * গাজা যুদ্ধবিরতি * মধ্যস্থতাকারী
সর্বশেষ সংবাদ