মদনে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেছে এমপি – সাজ্জাদুল হাসান।
“গাছে গাছে সবুজ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগান কে সামনে রেখে,মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে
নেত্রকোণার-৪ আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসান মদন ফতেপুর সড়কে গাছের চারা রোপন করে মদনে বৃক্ষরোপন কর্মসূচী-২০২৪ এর শুভ উদ্বোধন করেন।
এ পূর্বে সংসদ সদস্য উপজেলা পাবলিক হল রুমে সুধী সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। এ সময় তিনি দূর্নীতি বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী কঠোর অবস্থানের কথা তুলে ধরেন। এবং হারড় এলাকার শিক্ষা, স্বাস্থ্য সেবা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের প্রতি গুরুত্ব আরোপ করেন।
এর পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ বৃক্ষ চারা বিতরণের করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইফতেখারুল আলম খান চৌধুরী আজাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম, পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হেলাল উদ্দিন তালুকদার, ইউপি চেয়ারম্যান মাইদুল ইসলাম খান মামুন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শহিদ, উপজেলা ছাত্র লীগের আহ্বায়ক মোঃ টিপু মিয়া প্রমুখ।
মতবিনিময় সভা শেষে এমপি সাজ্জাদুল হাসান উপজেলা পাবলিক হল প্রাঙ্গণে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করে, তিনি বলেন, পাঁচ হাজার বৃক্ষ রোপন সহ পরিচর্যার কর্মসূচী অব্যাহত থাকার ঘোষণা দেন।