কাউখালীতে যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পিরোজপুর প্রতিনিধি:বাংলাদেশ আওয়ামী লীগ যুব মহিলা লীগের ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বৃক্ষরোপণ, কেক কাটা ও আলোচনা সভা।কাউখালী উপজেলা যুব মহিলা লীগের উদ্যোগে ৬ জুলাই শনিবার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শাহিদা হক, সাধারণ সম্পাদক কাশমিরী পারভিন ঝুমুর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি মাহফুজা মিলি, কাউখালী সদর ইউনিয়ন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক হাওয়া খানম, আমরাজুরি ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি মান্তু দে, যুব মহিলা লীগ নেত্রী ডলি বেগম, ফরিদা ইয়াসমিন, মুসলিমা বেগম সহ উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতা ও কর্মীরা।