সৈয়দপুরে ৫৫ জন অসহায় উর্দুভাষী নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে অসহায়, দুস্থ ও দরিদ্র উর্দুভাষী পরিবারের ৫৫ জন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে স্থানীয় ড্রীম প্লাস হোটেল অ্যান্ড রিসোর্টের হলরুমে ওই সেলাই মেশিন বিতরণ করা হয়। এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশ এর এলজি অ্যাম্বাসেডর চ্যালেঞ্জের নারীর ক্ষমতায়ণ প্রজেক্টের আওতায় এলজি ইলেকট্রনিক্স, বাংলাদেশ ব্র্যাঞ্চের সহযোগিতায় এসব বিতরণ করা হয়।
রংপুর বিভাগীয় অ্যাম্বাসেডর ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের স্নাতকের শিক্ষার্থী ফেরদৌস হাসান বাঁধন ওই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশ এর হেড অফ কর্পোরেট ব্র্যান্ডিং হাসান মাহমুদুল।
বিশেষ অতিথি ছিলেন ছিলেন দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হাসান জামিল জেনিথ, সৈয়দপুরের বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. ইঞ্জিনিয়ার মো. শওকত আলী এবং নীলফামারী জেলা পরিষদের সদস্য মো. মিজানুর রহমান লিটন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ সৈয়দপুর শাখার সাবেক সভাপতি ও সৈয়দপুরে বিশিষ্ট চিকিৎসক শেখ নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের স্নাতকের শিক্ষার্থী হাবিবা জাহান বীথি।
আলোচনা শেষে প্রধান অতিথিসহ সকল অতিথিবৃন্দ ৫৫ জন অসহায় দুস্থ ও দরিদ্র বিহারী (উর্দূভাষী) সুবিধাভোগীদের হাতে নতুন সেলাই মেশিন তুলে দেন।