অপরাধ নিয়ন্ত্রণে বিট পুলিশিং সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি ; তথ্য দিন সেবা নিন এই শ্লোগানকে সামনে রেখে গাজীপুরের কাপাসিয়া থানা পুলিশের উদ্যোগে তরগাঁও বিট পুলিশিং কার্যক্রম সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ৩ জুলাই ) সন্ধ্যায় মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থী,ইমাম ইউপি চেয়ারম্যান  এবং সুধীজনের অংশগ্রহণে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ উপপরিদর্শক সালাউদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কাপাসিয়া থানা অফিসার ইনচার্জ আবুবকর মিয়া।

মতবিনিময় সভায় সামাজিক অবক্ষয় রোধে বিট পুলিশিং এর নিয়মিত কার্যক্রম সমাজ থেকে মাদক, জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্য বিবাহ, অশ্লীলতা,জুয়া খেলা, সন্ত্রাস এবং ৯৯৯ এর মাধ্যমে সেবা গ্রহণ করা, বিট পুলিশিং কার্যক্রম জোরদার করা ও জঙ্গীবাদ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির বিষয়ে আলোচনা করা হয়।
বিট পুলিশিং কার্যক্রমকে ফলপ্রসূ করতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত মনিটরিং করছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * পুলিশিং * বিট পুলিশিং বাড়ি বাড়ি * মতবিনিময় সভা
সর্বশেষ সংবাদ