মমিনপুর ইউপির পরিদর্শনে বিভাগীয় কমিশনার

ক্রাইম রিপোর্টার:
রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়ন পরিষদ ও মমিনপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন রংপুরের বিভাগীয় কমিশনার সরকারের অতিরিক্ত সচিব জাকির হোসেন। এ সময় তিনি আয়, ব্যয়, জন্ম নিবন্ধন কার্যক্রম, গ্রাম আদালত ইত্যাদি ফাইলপত্র খতিয়ে দেখে ক্রুটি চিহ্নিত করে সমাধান করার নির্দেশ।
বিভাগীয় কমিশনার এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক ছিলেন তাই দুদকের চোখে থোক বরাদ্দ থেকে সম্পন্ন করা একটি ঢালাইয়ের রাস্তা ফিতা দিয়ে মেপে দেখেন এবং কাজের গুনগত মান যাচাই করার নির্দেশ দেন। মমিনপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন কালে রংপুরের বিভাগীয় কমিশনার ভূমি অফিসের বাউন্ডারী ওয়াল ও বিল্ডিং নির্মাণ দ্রুত করার জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেন। টানা চারঘন্টা সফর কালে তাঁর সঙ্গে ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাইম হাসান খান, সহকারী কমিশনার (ভ‚মি) ফরিদা সুলতানা, মমিনপুর ইউপির চেয়ারম্যান মিনহাজুল ইসলাম, সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন মখদুমী ও মমিনপুর ইউপির সচিব, মেম্বার ও গ্রাম পুলিশগণ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * মমিনপুর ইউপির পরিদর্শনে বিভাগীয় কমিশনার
সর্বশেষ সংবাদ