কালিয়াকৈরে পিকআপ ভ্যানের ধাক্কায় অটো রিকশা চালক নিহত
কালিয়াকৈর প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় অটো রিকশার চালক জহিরুল ইসলাম নামে এক চালক নিহত হয়েছেন। নিহত হলেন, উপজেলার পূর্ব চান্দরা এলাকার মৃত হরযত আলীর ছেলে জহিরুল ইসলাম (৪৯)।
পুলিশ সূত্রে জানা গেছে ,উপজেলার চন্দ্রা এলাকার শুক্রবার দুপুরে সিপির সামনে বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যান অটোরিকশা কে ধাক্কা দিলে গুরুতর আহত হয় অটোরিকশা চালক। এ সময় এলাকাবাসী তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন ।
নাওজোড় হাইওয়ে থানার ওসি শাহাদাত হোসেন জানান, নিহতের লাশটি উদ্ধার করা হয়েছে । তবে পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।