রাণীশংকৈলে দিনব্যাপী কিশোর-কিশোরীদের নিয়ে কৈশোর মেলা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কৈশোর কর্মসূচির আওতায় বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে রাণীশংকৈল আরডিআরএস অফিস চত্বরে,উপজেলার ৮ টি ইউনিয়নের ১০ থেকে ১৯ বছরের কিশোর কিশোরীদের নিয়ে কৈশোর মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আর ডি আর এস বাংলাদেশের আয়োজনে ও পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় দিন ব্যাপি এ মেলা চলে। মেলা শেষে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সভায় আর ডি আর এস আঞ্চলিক ব্যবস্থাপক ঠাকুরগাঁও গোলজার হোসেন এর সভাপতিত্বে অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম, মহিলা বিষয়ক কর্মকর্তা আবু হেলাল সিদ্দিকী ও ক্রিয়া ব্যক্তিত জয়নুল ইসলাম বক্তব্য রাখেন।

এর আগে সকাল ১০ টায় মেলার উদ্বোধন করেন নাজিম উদ্দিন এরিয়া ম্যানেজার আর ডি আর এস বাংলাদেশ রাণীশংকৈল ঠাকুরগাঁও। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রোগ্রাম অফিসার মিঠু চন্দ্র সরকার।মেলায় দেয়ালিকা ও সেরা স্টল হিসেবে ৬ টি ইউনিয়ন কে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * পীরগাছায় কিশোর-কিশোরী ক্লাব * রাণীশংকৈল
সর্বশেষ সংবাদ