সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন প্রণীত গঠনতন্ত্র হস্তান্তর
সিলেট :
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন’র গঠনতন্ত্র প্রণয়ন কমিটির সদস্যবৃন্দের দীর্ঘ যাচাই-বাছাই এরপর গত ০৪ জুন মঙ্গলবার, চট্টগ্রামের একটি রেস্টুরেন্টে গঠনতন্ত্র প্রণয়ন কমিটির চেয়ারম্যান লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শহিদুল ইসলামের কাছে প্রণীত গঠনতন্ত্র আনুষ্ঠানিক হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন লায়ন সাজ্জাদ হোসাইন টিপু, এস.এম কামরুল ইসলাম, স.ম জিয়াউর রহমান, প্রকৌশলী রাহুল বড়ুয়া, সুমন বড়ুয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ। গঠনতন্ত্র প্রণয়ন কমিটির চেয়ারম্যান লায়ন উজ্জ্বল সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন একটি আর্থ মানবতার সেবায় নিয়োজিত সামাজিক উন্নয়ন মূলক সংগঠন। শুধু সিলেট-চট্টগ্রাম নয় প্রণীত গঠনতন্ত্র অনুসরণ করে পর্যাক্রমে সেবা কার্যক্রম সারাদেশে ছড়িয়ে দেয়ার পরামর্শ দেন এবং গঠনতন্ত্র প্রণয়ন কমিটিতে যাঁরা সার্বিক নির্দেশনায়, তত্ত্বাবধানে ও সহযোগিতায় ছিলেন সকলকে ধন্যবাদ জানান।