লক্ষ্মীপুরে গ্রাম-আদালত শক্তিশালী করণের লক্ষ্যে অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা


গ্রাম-আদালত কার্যক্রমের অগ্রগতি ও করণীয় বিষয়ক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা ৩০ মে (বৃহস্পতিবার) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে  বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের সহযোগীতায় অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) সম্রাট খীসা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পিয়াংকা দত্ত। অনুষ্ঠান শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের জেলা ব্যবস্থাপক খন্দকার মো: আবেদ উল্লাহ।এসময় আরও বক্তব্য রাখেন,প্রকল্পের উপজেলা সমন্বয়কারী (সদর) খালেদ বিন ওয়ালিদ,ইমরান সিকদার, ইউনিয়ন পরিষদের সচিব মো: মিজানুর রহমান, মনোয়ার হোসেন, মিজানুর রহমান প্রমুখ।এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব, সাংবাদিক,প্রকল্পের অন্যান্য কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * অগ্রগতি * গ্রাম আদালত * জেলা প্রশাসক সুরাইয়া জাহান * লক্ষ্মীপুর * শীর্ষক সভা
সর্বশেষ সংবাদ