বাংলাদেশ আওয়ামী ওলামালীগের প্রতিষ্টা বার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের ৫৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের একটি বর্ধিত সভা সোমবার অনুষ্ঠিত হয়।
২০-শে মে বর্ধিত সভা শেষে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনার ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে দোয়া ও মুনাজাত মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের দুর্দিনের রাজপথের কান্ডারী বাংলাদেশ পীর-মাশায়েখ আলেম ওলামাদের আস্থাভাজন বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের বর্তমান কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব কাজী মাওলানা মো. আবুল হাসান শেখ শরীয়তপুরী, উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন এসএম আনিসুল রহমান খোকন যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ কেন্দ্রীয় কমিটি, আরো বক্তব্য রাখেন, আলহাজ্ব হাবিবুল্লাহর রূপগঞ্জি  সিনিয়র সহ-সভাপতি, অধ্যাপক নোমান চৌধুরী, আলহাজ্ব আতাউর রহমান বঙ্গ ভাই ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, মো. আব্দুস সবুর মিয়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক,মাওলানা আব্দুস সোবহান পীর সাহেব রংপুর, শহিদুল ইসলাম হাওলাদার, চরমপুরী পীর সাহেব মাওলানা আব্দুস মুফতি মাওলানা মেহেদী হাসান,মাওলানা হাবিবুর রহমান শাহজালালী গাজীপুরী, কবির মাস্টার, মাওলানা নুরুল আজিম মাইজভান্ডারী, মাওলানা ইয়াসিন গাজী, ভালো জানি পীর সাহেব, মুফতি আলামিন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * আওয়ামী ওলামালীগ
সর্বশেষ সংবাদ