বেনাপোল সীমান্তের চোরা পথে ভারতে যাবার সময় মিয়ানমার নাগরিকসহ আটক ৪
বেনাপোল প্রতিনিধি:
যশোরের বেনাপোল ঘিবা সীমান্ত দিয়ে পাসপোটর্, ভিসা ছাড়াই ভারতে যাবার সময় মিয়ানমারের এক নাগরিকসহ চারজনকে আটক করেছে বিজিবি। আজ শনিবার (১৮ মে) সকালে ঘিবা গ্রামের সীমান্তবর্তী মাঠ থেকে তাদের আটক করা হয়। যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীনস্থ ঘিবা বিওপির একটি টহল দল বাংলাদেশি নাগরিক মহিলা দু’জন, পুরুষ একজন এবং মিয়ানমারের নাগরিক একজন পুরুষসহ চারজন আটক করে।
আটককৃতরা হলো, কৃষ্ট ধর মন্ডল, (৩৮)আশা রানী(৩৮) বাছার, শিউলী খাতুন (৩১)এবং মিয়ানমার নাগরিক হোসেন(১৮), বিজিবি ঘিবা ক্যাম্প কমান্ডার হাবিলদার আব্দুস সামাদ জানান, আটক বাংলাদেশি নাগরিকদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা চিকিৎসার জন্য ভারতে যাচ্ছিলো এবং মিয়ানমারের নাগরিক ভারতে কাজের উদ্দেশে যাচ্ছিলো। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।