ব্রাহ্মণপাড়ায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত 

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি:
“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, অর্থনৈতিক শক্তি, নার্সিং সেবার ভিত্তি” এই প্রতিপাদ্য নিয়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। রোববার ( ১২ মে ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে একটি র‍্যালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে এসে শেষ হয়। পরে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিন, মেডিকেল অফিসার ডা. শঙ্খজিৎ সমাজপতি, ডা. তোফায়েল আহমেদ ভূঁইয়া, ডা. সুমী আক্তার, ডা. ফাহমিদা জাহান, সিনিয়র স্টাফ নার্স রোকসানা আক্তার, শামসুন্নাহার, জান্নাতুল ফেরদৌস, কোহিনূর আক্তার সহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য চিকিৎসক ও নার্স উপস্থিত ছিলেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * আন্তর্জাতিক নার্স দিবস * নার্স
সর্বশেষ সংবাদ