ভোট চেয়ে ফেসবুকে স্ট্যাটার্স দেওয়ায় এক আনসার সদস্য আটক

সাতক্ষীরা  :
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের প্রার্থীর পক্ষে ভোট চেয়ে ফেসবুকে স্ট্যাটার্স দেওয়ায় এক আনছার সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে আটক করা হয়েছে। বুধবার(০৮ মে) সকালে কালিগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
আটক হওয়ায় আনছার সদস্য তৈয়েবুর রহমান কালিগঞ্জ উপজেলার পানিয়া গ্রামের আবু বক্করের পুত্র। তিনি ধলবাড়িয়া ইউনিয়নের মৌখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচনের দায়িত্ব পালন করছিলেন। তৈয়েবুর রহমান ঘোড়া প্রতীকের প্রার্থী সাঈদ মেহেদীর পক্ষে ভোট চেয়ে তার নিজস্ব ফেসবুক আইডিতে একটি স্ট্যাটার্স দেন। নির্বাচন শুরু হলে বিষয়টি সকলের নজরে আসলে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু শাহীন বলেন, তাকে প্রত্যাহার করে থানায় আটক রাখা হয়েছে। নির্বাচন শেষ হলে ইউএনও সাহেব এ বিষয়ে সিদ্ধান্ত নিবেন। কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দিপংকার দাশ বলেন, বিষয়টি শুনেছি পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। এ দিকে, দুপুর বারোটা পর্যন্ত কালীগঞ্জ উপজেলায় ১১.৬৬ শতাংশ ও শ্যামনগর উপজেলায় ১৫ শতাংশ ভোট কাউন্ট হয়েছে বলে জানা গেছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * আনসার সদস্য আটক
সর্বশেষ সংবাদ