সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ চার জন জুয়ারী গ্রেফতার
উপ-পুলিশ কমিশনার (ডিবি) এর সার্বিক দিক-নির্দেশনায় মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০২ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে ২৯/০৪/২০২৪খ্রিঃ অনুমান ১৬.৩০ ঘটিকায় এসএমপি শাহপরাণ (রহঃ) থানাধীন শাহজালাল উপশহর এবিসি পয়েন্টে বি-ব্লক ১৩ নং রোডের মুখে অভিযান পরিচালনা করে আসামী
১। রুবেল আহমদ (২৯), পিতা-মৃত আরমান আলী, সাং-ফুলবাড়ি, দক্ষিণ পাড়া, থানা- গোলাপগঞ্জ, জেলা-সিলেট বর্তমানে-শাহেদ মিয়ার কলোনী, শাহজালাল উপশহর, থানা-শাহপরাণ (রহঃ), জেলা-সিলেট। ২। মোঃ রাব্বি (২৩), পিতা-মৃত তোতা মিয়া, সাং-শ্রীঘর, থানা-নাসিরনগর, জেলা-ব্রাম্মণবাড়িয়া বর্তমানে-শফিক মিয়ার মিয়ার কলোনী, লামাপাড়া, থানা-শাহপরাণ (রহঃ), জেলা-সিলেট। ৩। ওয়াজ্জিল মিয়া (৩৯), পিতা-লেচু মিয়া, সাং-হাতুকুড়া, থানা-নাসিরনগর, জেলা-ব্রাম্মণবাড়িয়া, বর্তমানে-নাঈম ভিলা নামক কলোনী, মেন্দিবাগ, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট। ৪। শুক্কুর আলী (৩৪), পিতা-মৃত তসলিম আলী, সাং-রামপাশা, থানা-বিশ্বনাথ, জেলা-সিলেট, বর্তমানে-নয়া মার্কেট, টিলাগড়, থানা-শাহপরাণ (রহঃ), জেলা-সিলেটদেরকে গ্রেফতার করে এসএমপি শাহপরাণ (রহঃ) থানার নন এফআইআর নং-৩৯, তারিখ-৩০/০৪/২০২৪খ্রিঃ ধারা- সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৯৫ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।