আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়, স্কুল-মাদ্রাসা ছুটি ২ মে পর্যন্ত

শিক্ষাপ্রতিষ্ঠানের ২ মে পর্যন্ত ছুটির বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিলে যাচ্ছে না শিক্ষা মন্ত্রণালয়। আগামীকাল বুধবার ও পরদিন বৃহস্পতিবার আদালত বন্ধ থাকায় এ সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়টি।
ফলে দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, উচ্চমাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ২ মে (বৃহস্পতিবার) পর্যন্ত বন্ধ রাখতে আদালত যে নির্দেশ দিয়েছেন, সেটিই বহাল থাকছে।
গতকাল সোমবার চলমান তাপপ্রবাহের পরিপ্রেক্ষিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ২ মে পর্যন্ত বন্ধ রাখতে নির্দেশ দেন হাইকোর্ট।
এ ঘটনায় হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার ইঙ্গিত দিয়েছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। কিন্তু আগামী দুদিন আদালত বন্ধ থাকায় আপিলে সুযোগ থাকছে না।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয় * স্কুল-মাদ্রাসা ছুটি ২ মে
সর্বশেষ সংবাদ