সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মরণোত্তর বীমা দাবি বাবদ গ্রাহকের চেক হস্তান্তর করেছে 

মাদারীপুর প্রতি‌নি‌ধি:
মাদারীপুরর শিবচরে,মরণোত্তর বীমা দাবি বাবদ গ্রাহকের ১ লাখ ১৬ হাজার টাকার চেক হস্তান্তর করেছে, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
মাদারীপুর জেলার শিবচর ব্রাঞ্চ অফিসের উদ্যোগে গ্রাহ‌কের নিজ বা‌ড়ি‌তে  আনুষ্ঠানিক ভাবে এ চেক হস্তান্তর করা হয়।
সোনালী লাইফ ইন্সু‌রেন্স এর শিবচর ব্রা‌ঞ্চ ম‌্যানেজার মোঃ সাজ্জাদ হো‌সেন  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৃত বীমা গ্রাহকের পরিবারের কাছে বীমা দাবির চেক হস্তান্তর করেন।
সোনালী লাইফ ইন্সু‌রেন্স এর গ্রাহক মোঃ জা‌কির হো‌সেন গত ২৮ শে মার্চ মা‌সে সড়ক দূর্ঘটনায় মৃত‌্যুবরন ক‌রেন।  যার প্রেক্ষি‌তে কোম্পানীর বি‌ধি অনুযায়ী গ্রাহ‌কের ন‌মি‌নি স্ত্রী ম‌নি বেগ‌মের হা‌তে ১লক্ষ ১৬ হাজার টাকার চেক‌টি তু‌লে দেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড। এসময় নিহত গ্রাহক মোঃ জা‌কির হো‌সেন এর এক ছেলে ও এক কন্যা উপ‌স্থিত ছি‌লেন।
অনুষ্ঠানে বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপস্থিত ছিলেন ‌সোনালী লাইফ ইন্সু‌রে‌ন্স শিবচর শাখার ইউ‌নিট ম‌্যা‌নেজার ‌মোঃ রিপন মিয়া, মিরপুর মে‌ট্রো ইউ‌নিট ম‌্যা‌নেজার ‌মোঃ রা‌কিবুল হাসান।
মরণোত্তর চেক হস্তান্তর অনুষ্ঠানের  সভাপ‌তিত্ব ক‌রেন শিবচর মে‌ট্রোর সি‌নিয়র ইউ‌নিট ম‌্যা‌নেজার মোঃ সামসুল হক।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব‌্য রা‌খেন, দৈনিক আজকের দর্পণ এর জেলা প্রতিনিধি,সাংবা‌দিক মীর ইমরান, পাচচ ৪ নং ইউ‌পি সদস‌্য মোঃ শ‌হিদ, পাচ্চর ইউ‌নিয়ন যুবলী‌গের যুগ্ম সাধারন সম্পাদক মারুফ মুন্সী ও সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মাঠকর্মী মোঃ সো‌হেল রানা এ ছাড়াও চেক হস্তান্তর অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * সোনালী লাইফ ইন্স্যুরেন্স
সর্বশেষ সংবাদ