রাজশাহীর গোদাগাড়ী থেকে ৬ কেজি ৫০০ গ্রাম হিরোইনসহ গ্রেফতার -১
রাজশাহীঃ
রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মাটিকাটা ক্যানেল পাড়া গ্রাম থেকে আজ রাত ০৩:০০ টায় একজন মাদককারবারিকে ৬ কেজি ৫০০ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত অভিযুক্তদের নাম মোঃ এজাজুল হক ঝাবু (২৮), মোঃ এজাজুল হক ঝাবু রাজশাহী জেলার গোদাগাড়ী থানার দিয়ার মানিকচক গ্রামের মৃত আব্দুল লতিফের পুত্র ।
ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই (নিরস্ত্র) মো: ইনামুল হক ও ফোর্স-সহ আজ ২৩ এপ্রিল রাত ০২:৩০ টায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মাটিকাটা কলেজ মোড় ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ঐ দিন রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মাটিকাটা ক্যানেলপাড়া গ্রামস্থ মোঃ মিজানুর রহমান (৪৫), পিতা-মৃতঃ ঝড়ু মন্ডলের পদ্মা নদীসংলগ্ন কলাবাগানের মধ্যে দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো।
এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার, রাজশাহী মহোদয়ের নির্দেশে এসআই (নিরস্ত্র) মোঃ ইনামুল হক ও ফোর্স-সহ আজ ২৩ এপ্রিল রাত ০২:৪০ টায় অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রাত ০৩:০০ টায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মোঃ এজাজুল হক ঝাবুর ডান হাতে থাকা একটি সাদা রঙের প্লাস্টিকের বাজারের ব্যাগের মধ্যে রক্ষিত ১৩ টি সাদা স্বচ্ছ পলিথিনে মুখ বন্ধ অবস্থায় বাদামি বর্ণের গুড়াপদার্থ অবৈধ মাদকদ্রব্য ৬ কেজি ৫০০ গ্রাম হেরোইন-সহ তাকে গ্রেফতার করে।
প্রসঙ্গত উল্লেখ্য, অপর একজন সহযোগী মাদকব্যবসায়ী অভিযুক্ত মোঃ মুনিরুল ইসলাম (৪০), পিতা-মোঃ মান্নান আলী, সাং-দিয়ার মানিকচক, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়। ধৃত অভিযুক্ত মোঃএজাজুল হক ঝাবুর বিরুদ্ধে আরএমপি, রাজশাহী, বোয়ালিয়া থানার এফআইআর নম্বর: ৪২, তারিখ: ২৬/০৩/২০২৪ খ্রি. ও জিআর নম্বর: ১৫১, তারিখ: ২৬/০৩/২০২৪ খ্রি. ধারা: ৪২০/৪০৬/৫০৬ পেনাল কোড, ১৮৬০ সংক্রান্ত মামলা রয়েছে। উক্ত ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।