মধ্যনগরে ইঞ্জিন উদ্ধার, আটক-৩

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগরে চুরি হওয়া স্প্রীড বোটের ইঞ্জিন উদ্ধার করতে সক্ষম হয়েছে মধ্যনগর থানা পুলিশ। মধ্যনগর থানা ও অভিযোগকারী’র তথ্যানুযায়ী ঈদুল ফিতরের একদিন আগে স্প্রীড বোট চালক রুপন সরকারের বোটের ইয়ামাহা নামীয় ইঞ্জিন চুরি হয়।অনেক খোজা খোজির নাপেয়ে গত ১৫এপ্রিল মধ্যনগর থানার সহায়তা নেন মালিক। যার মধ্যমগর থানার মামলা নং-০৬, তারিখ-১৫/০৪/২০২৪ খ্রিঃ, ধারা-৩৭৯ পেনাল কোড। ইঞ্জিনের আনুমানিক মূল্য প্রায় দুই লক্ষ বিশ হাজার টাকা। মধ্যনগর থানার এসআই রফিজুল ইসলাম ও আলীম উদ্দিন ফোর্স সহ তথ্য প্রযুক্তির সহায়তায় ২০ এপ্রিল কিশোরগঞ্জের ইটনা থানা এলাকায় ইটনা থানা পুলিশের টিম সহ অভিযানে সক্ষম হয় থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা ইটনা থানাধীন কৃষ্টপুর গ্রামের ছমির উদ্দীনের ছেলে খাইরুল ইসলা ম(৪৫),কমলবুক গ্রামের নুরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৩৮)। আসামীদ্বয়কে ইটনা থানাধীন নতুন বাজারস্থ গ্রেফতার করা হয়। অন্যজন মধ্যনগর থানার চামরদানী ইউনিয়নের বিছড়াকান্দা গ্রামের মৃত সেকান্দর আলীরপুত্র আবুল জাহার (৩৯)। জলুষা গ্রামের আত্মীয় বাড়ী থেকে আটক হন (সল্পমূল্যে বিক্রেতা)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন তিনি।  বৌলাই নদীতে ভাঙ্গারী নৌকা থেকে উদ্ধার করে চুরি হওয়া ইঞ্জিন। বিষয়টি নিশ্চিত করেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃএমরান হোসেন জানান, ধৃত আসামীদের স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * মধ্যনগরে ইঞ্জিন উদ্ধার
সর্বশেষ সংবাদ