গৌরনদীর সরিকলে দীর্ঘ ৩০ বছর পর এসএসসি ৯৩ ব্যাচ পুর্নমিলনী অনুষ্টিত
বরিশাল ব্যুরোঃ
‘এসো মিলে বৈষম্য দুরিভিত করি বন্ধুত্বের বন্ধনে বন্ধুত্বের সম্পর্ক গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে উৎসাহ উদ্দীপনা ও আনন্দের মধ্য দিয়ে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি ব্যাচ ১৯৯৩ ইং এর উদ্যোগে পূর্নমিলনী অনুষ্টান অনুষ্টিত হয়েছে।
শনিবার (১৩ এপ্রিল) অত্র বিদ্যালয়ের হলরুমে দিনব্যাপি স্মৃতিচারন আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পূর্নমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দীর্ঘ ৩০ বছর পর মিলন মেলায় পরিনত হয় অনুষ্ঠান স্হল। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে ৯৩ ব্যাচের শিক্ষার্থীদের প্রাক্তন ও শিক্ষকদের মধ্যে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক শিক্ষক মোঃ রওশনয়ারা বেগম,মোঃ ফারুখ হোসেন মাষ্টার,কৃষ্ণ বন্ধু দাস,মোঃ আবুজাফর শিকদার, মোঃ আবদুস সাত্তার প্রমুখ। এ সময় সঞ্চালনা ছিলেন মোঃ জাকির মাতুব্বর ও মোঃ মাইনন্দিন মাষ্টার। সার্বিক সহোযোগিতায় ছিলেন মোঃ মাকসুদ মৃধা ও মোঃ মাইনন্দিন হাওলাদার।
বিদ্যালয়ের ম্যানেজিং কসিটির পক্ষ খেকে বক্তব্য রাখেন সরিকল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ছাত্র অভিভাবক সদস্য মোঃ আবুল কালাম খান।
এ সময় উপস্থিত বক্তারা বলেন, এসএসসি ৯৩ ব্যাচ কতৃক যে পূর্নমিলনী অনুষ্ঠান করা হয়েছে এটা ইতিহাসে চীর অধ্যায় হয়ে থাকবে। এরকম একটি সুন্দর অনুষ্ঠান করায় সকলকে ধন্যবাদ জানায় উপস্থিত বক্তারা।
৯৩ ব্যাচের আয়োজকগন বলেন, গৌরনদী উপজেলার মধ্যে সরিকল মাধ্যমিক বিদ্যালয়টি একটি সুনাম ধন্য শিক্ষা প্রতিষ্টন। এই বিদ্যালয়ে আজকে আমরা যারা পূর্নমিলনী অনুষ্ঠান করছি আশা করি আগামি দিনগুলোতেও আমাদের শিক্ষাগুরদের হাত ধরে যেন এ রকম অনুষ্ঠান করতে পারি। এবং এর ভিতর দিয়ে বৈষম্যতা দুরি ভিত করে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করতে পারি। এ সময় বিশিষ্ট সমাজ সেবক দানবির ও স্কুল সভাপতি মোঃ হাফিজুর রহমান মান্না এই অনুষ্ঠানকে সাধুবাদ জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানের অতিথি ও প্রাক্তন শিক্ষকদের মাঝে উপটৌকন বিতারন ও মধ্যাহ্ন ভোজের সমাপ্তিতে সবাইকে ভাল থাকার প্রত্যয় ব্যাক্ত করে অনুষ্ঠানের কার্যক্রমের সমাপ্তি ঘোষনা করা হয়।