সিলেটে ঈদ উপহার বিতরণ করেছেন সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন

সিলেট :
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের মানবিক ব্যক্তিত্বদের সার্বিক সহয়োগিতায় ৯ এপ্রিল ২০২৪ (মঙ্গলবার) রাঘবপুর, মোগলাবাজার, সিলেটের কিছু গরিব অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
বিতরণ কাজে সভাপতিত্ব করেন সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম, প্রধান অতিথি ছিলেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন, আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক জমির মিয়া, আব্দুলা আল মতি, সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সদস্য আবদুল মালেক, সীমান্ত বড়ুয়া জয়, হাদিউল ইসলাম শাহারিয়ার প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের মহাসচিব, দৈনিক ইনফো বাংলা সিলেট ব্যুরো প্রধান, মানবতার ফেরিওয়ালা সাংবাদিক উৎফল বড়ুয়া।
উক্ত মানবিক কাজে প্রধান অতিথি কাপ্তান হোসেন বলেন, আর একদিন পরেই ঈদ। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। পবিত্র মাহে রমজান মাসের আজকের এই মহান দিনে উক্ত ফাউন্ডেশন উদ্যোগে এই মহতী কার্যক্রমে উপস্থিত থাকতে পেরে আমি খুবই আনন্দিত। এইভাবে যদি আমরা সবাই আমাদের আশে পাশের অসহায় মানুষের পাশে ঈদ উপহার নিয়ে দাঁড়ায় তাহলে দেশের প্রতিটি ঘরে ঘরে ঈদ আনন্দের আমেজ অব্যাহত থাকবে। আমার আহবান আপনি আপনার এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ান ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন
সর্বশেষ সংবাদ