অসহায় পরিবারের মাঝে ভিজিএফ খাদ্যশস্য চাল বিতরণ অনুষ্ঠিত

রুমা, বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানে রুমা উপজেলা ২ নং সদর ইউনিয়নের পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে অতিদরিদ্র,অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ’র খাদ্যশস্য চাল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (০৫ এপ্রিল) বিকালে ইউনিয়নের চেয়ারম্যান শৈমং মারমা শৈবং নিজে উপস্থিত থেকেই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণের প্রতি পরিবারের মাঝে -১০ কেজি করে এসব চাল বিতরণ করা হয়।

বিতরণ সময় তিনি বলেন আমার ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের মধ্যে ২’হাজার ৬ শত ৯১ অসহায় ও হতদরিদ্রদের পরিবারে মাঝে চাল বিতরণ করা হয়েছে ।

তিনি আরো বলেন,পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে দুস্থ অসহায় মানুষদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভিজিএফের চাল বিতরন চলছে। পর্যাক্রমে সকল ওয়ার্ডে এই চাউল বিতরণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার পলিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলিমং মারমা ,ইউপি সদস্য মংমিন মারমা,অংসিংনু মারমা,আবু বক্কর সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * চাল বিতরণ
সর্বশেষ সংবাদ