সৈয়দপুরে শিশুদের মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। রোববার (৩১ মার্চ) বেলা সাড়ে ১২ টার দিকে স্থানীয় ফিদা-আলী মাঠ সংলগ্ন সুইমিং একাডেমিতে এ সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
নীলফামারীর বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৩-২০২৪ এর আওতায় জেলা ক্রীড়া অফিস প্রশিক্ষণের আয়োজন করেছে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫ জন বালক ও ১৫ জন বালিকা অংশগ্রহণ করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারুক আল মাসুদ। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো..নুর-ই- আলম সিদ্দিকী।
জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সৈয়দপুর ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক শবাহাত আলী সাব্বু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সৈয়দপুর পৌর ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোস্তাফিজুর রহমান সরকার মুন্না, সুইমিং একাডেমীর প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।
এ সময় প্যানেল মেয়র-৩ সাবিহা বেগম, বাংলাদেশ স্কাউট সৈয়দপুর রেলওয়ে জেলার সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আজিজুল বারী বসুনিয়াসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।