হতদরিদ্র পরিবারকে মাথা গোঁজার ঠাঁই করে দিল আনন্দমিত্র

চট্টগ্রাম রাউজান উপজেলার পূর্বগুজরাস্থ বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের ছিপাতলী এলাকার হতদরিদ্র একটা বড়ুয়া পরিবারের জন্য গৃহনির্মাণ করে মাথা গোঁজার ঠাঁই করে দিল মানবিক সংস্থা আনন্দমিত্র-সুপ্রিয়ানন্দ ওয়েলফেয়ার মিশন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে বিশ্বে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত মুজিববর্ষে দেশের গৃহহীন, ভূমিহীন, দরিদ্র-অসহায় পরিবারের নিরাপদ আশ্রয়ের জন্য বিনামূল্যে ঘর প্রদানের ঘোষণাকে অন্তরে ধারণ করে আনন্দমিত্র-সুপ্রিয়ানন্দ ওয়েলফেয়ার মিশনের এই ক্ষুদ্র প্রয়াসে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়ন চেয়ারম্যান লায়ন শাহাবুদ্দিন আরিফ, শুভানন্দ ভিক্ষু, আশুতোষ বড়ুয়া, কামাল মিয়া, লাভলু বড়ুয়া রাব্বি, নিপুন বড়ুয়া, সঞ্জয় বড়ুয়া, শোভন বড়ুয়া রনেল।

গত ২৮ মার্চ বৃহস্পতিবার আনন্দমিত্র সুপ্রিয়ানন্দ ওয়েলফেয়ার মিশনের উদ্যোগে নবনির্মিত বাসস্থান হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন মহানাম ভিক্ষু, ডা: সঞ্চিতা বড়ুয়া, বৃষ্টি বড়ুয়া, লাভলু বড়ুয়া রাব্বি, পিংকেল বড়ুয়া, সুকান্ত বড়ুয়া, প্রিতম বড়ুয়া, নন্দন বড়ুয়া, প্রিয়ন্ত বড়ুয়া, চয়ন বড়ুয়া, উৎস বড়ুয়া মুন্না বড়ুয়া, রাজু বড়ুয়া, নয়ন বড়ুয়া প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * আনন্দমিত্র * সুপ্রিয়ানন্দ ওয়েলফেয়ার মিশন
সর্বশেষ সংবাদ