সদরপুরে আমেরিকায় নেওয়ার কথা বলে প্রতারনা করলো ফারুক মোল্যা

স্টাফ রিপোর্টার:

ফরিদপুর জেলার মধ্যে অন্যতম একটি উপজেলা সদরপুর। এ উপজেলা প্রবাসী অঞ্চল হিসাবে বাংলাদেশের মধ্যে অন্যতম। প্রবাসী বাসিন্দাদের সংখ্যাও এখানে প্রচুর। প্রবাসে নেওয়ার জন্য এ অঞ্চলে তৈরি হয়েছে কয়েকটি প্রতারক ও দালাল চক্র। যার মধ্যে অন্যতম একটি চক্র ফারুক।

১৫ লক্ষ টাকার বিনিময়ে আমেরিকায় নেওয়ার কথা বলে গাবতলা গ্রামের আমির ফয়সাল নামে এক যুবকের পরিবারের কাছ থেকে ৮ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এই প্রতারক ফারুক। নিঃস্ব করে দিয়েছে ফয়সালের পরিবার কে। সদরপুর উপজেলার আমিরাবাদ গ্রামের মোস্তফা মোল্যার পুত্র ফারুক মোল্যার বাড়ি। দীর্ঘদিন ধারে অনেকের সাথে প্রতারণা করে আসছে ফারুক। এতে ফারুকের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। জানা যায়, গাবতলা গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়ার পুত্র আমির ফায়সাল কে আমেরিকায় পাঠানোর কথা বলে মোবাইল ব্যাংকিং এর মাধ্যম ৮লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে ওই প্রতারক। এছাড়াও আমিরাবাদ গ্রামের আব্দুস সালামের থেকেও একই কথা বলে আরো ১২লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।

দুটি পরিবার থেকে ২০লক্ষ টাকা হাতিয়ে নিয়ে ভুয়া কাগজপত্র ও ভিসা ধরিয়ে দিয়ে বাড়িঘর ছেড়ে পালিয়েছে গেছে ফারুক মোল্যা। এ বিষয়ে ফারুক মোল্যার বিরুদ্ধে গাজীপুর এবং ফরিদপুরের আদালতে দুটি পৃথক মামলা হয়েছে।

এ ব্যাপারে ভুক্তভোগী বাচ্চু মিয়ার স্ত্রী সুহানা বেগম জানান, আমার ছেলে ফয়সাল কে আমেরিকায় পাঠানোর কথা বলে আমার সাথে ১৫লক্ষ তাকার চুক্তি করেছিলো ফারুক। আমি ধার দেনা করে বিভিন্ন উপায়ে এ পর্যন্ত ৮লক্ষ টাকা দিয়েছি। টাকা পয়সা লেনদেনের সকল প্রমাণ আমার কাছে রয়েছে এবং সাক্ষী আছে। ফারুক আমার ছেলেকে বিদেশে না নিয়ে নিজেই এখন পালিয়ে গেছে। আমি এর সঠিক বিচার চাই এবং আমার টাকা ফেরত চাই। আমি বাদি হয়ে গাজীপুর বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (কাসিমপুর) আদালতে মামলা করেছি ফারুকের বিরুদ্ধে। কিন্তু মামলা করেও এখনো কোন ফল পাইনি।

ভুক্তভোগী পরিবারটির কাছে টাকা লেনদেনের সকল প্রমাণ থাকলেও বিষয়টি এড়িয়ে যাচ্ছেন ফারুকের পরিবার। এ ঘটনা নিয়ে ফারুকের মায়ের সাথে কথা হলে তিনি জানান, তার ছেলের কোন খোঁজ তারা জানেন না। বিদেশে লোক নেওয়ার বিষয়েও তারা অবগত নয়।

প্রতারক ফারুকের কারণে আজ শুধু এই পরিবারই নয় নিঃস্ব হতে পারে আরও অনেক পরিবার। প্রতারণার ফাঁদে পরা পরিবারটি ফারুকে সঠিক বিচার দাবি করেছেন প্রশাসনের কাছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * আমেরিকায় নেওয়ার কথা বলে প্রতারনা * প্রতারনা করলো ফারুক মোল্যা
সর্বশেষ সংবাদ