মহেশপুরে ১০৮ পিচ ইয়াবা টেবলেট ও মটর সাইকেলসহ দু’মাদক ব্যবসায়ী আটক
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ
ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ শনিবার রাতে ১০৮ পিচ ইয়াবা টেবলেট ও নীল-সাদা রঙের আরটিআর মটর সাইকেলসহ মাদক ব্যবসায়ী জসিম উদ্দীন (২৪) ও সাকিব মিয়াকে (২২) আটক করেছে।
থানা সুত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার এস আই জুম্মান খান শনিবার রাতে
মহেশপুরের নাটিমা ইউনিয়নের মান্দারতলা গ্রাম থেকে মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের যুগিহুদা
গ্রামের আব্দুল মিয়ার ছেলে জসিম উদ্দীন ও একই গ্রামের আজিবর রহমানের ছেলে সাকিব মিয়াকে ১০৮
পিচ ইয়াবা টেবলেট ও নীল-সাদা রঙের আরটিআর মটর সাইকেলসহ আটক করা হয়।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মাহাবুবুর রহমান জানান, আটক কৃতদের বিরুদ্ধে মহেশপুর
থানায় মাদক আইনে মামলা হয়েছে। সকালে ১০৮ পিচ ইয়াবা টেবলেটসহ আটক কৃত দু’মাদক ব্যবসায়ীকে আদালতে প্রেরণ করা হয়েছে।