প্রতিশ্রুতি বাস্তবায়নে নির্বাচনী এলাকা পরিদর্শন করেন সংসদ সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগার
গাইবান্ধা প্রতিনিধিঃ
জনগণ বান্ধব সংসদ সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগার সাগর (এমপি) জনগণকে দেয়া ওয়াদা বাস্তবায়নে নির্বাচনী এলাকা পরিদর্শন করেন।
গত কয়েক দিন থেকে উপজেলার ১৫ টি ইউনিয়নের বেশ কয়েকটি ইউনিয়ন পরিদর্শন করেন সংসদ নিগার।
পরিদর্শন কালে উপজেলা আ”লীগের সংগ্রামী সভাপতি উপজেলাবাসীর আস্থার প্রতীক সংসদ নিগারের মা মিসেস আফরুজা বারী উপস্থিত ছিলেন।
পরিদর্শন কালে দেখা যায়, নারী ভোটাররা সংসদ সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগার সাগর (এমপির) মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়া করেন।
সংসদ সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগার সাগরের সাথে দৈনিক জনবানীর সাংবাদিক শেখ মোঃ সাইফুল ইসলামের কথা হলে, তিনি জানান সুন্দরগঞ্জ আসনের জনগণকে ভোলার মতো নয়, ভোটাররা জানতেন আমি মাত্র ১৯ দিনের প্রার্থী হয়ে নির্বাচনে অংশ গ্রহণ করেছি, আমার মা উপজেলা আ”লীগের সভাপতি মিসেস আফরুজা বারী ও আমার মামা শহীদ মঞ্জুরুল ইসলাম লিটনের কর্মের উপর আস্থা রেখে সুন্দরগঞ্জের জনগণ আমাকে নির্বাচিত করেছেন, আমি আমার নির্বাচনী এস্তেহারে দেয়া ওয়াদা অক্রে অক্রে পালন করবো ইনশাআল্লাহ।