সাভারে বন্ধুর সাথে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরল এসএসসি পাস করা সিংগাইরের সাব্বির!
মানিকগঞ্জ প্রতিনিধি:
সাভারে বন্ধুর সাথে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে ছিলেন সদ্য এসএসসি পাস করা মীর সাব্বির (১৮) নামের এক শিক্ষার্থী লাশ হয়ে ফিরল বাড়ীতে। বাসের ধাক্কায় ঢাকা-আরিচা মহাসড়কে প্রান গেল সদ্য এইচএসসি পাস করা মানিকগঞ্জের সিংগাইরে ধল্লার সাব্বির।
শনিবার (১৬ মার্চ) দুপুর ২টায় নামাজে জানাজা শেষে সাব্বিরের মরদেহ নিজ গ্রাম মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা মধ্যপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে।
নিহত মীর সাব্বির ওই গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে। নিহতের পরিবারিক সূত্রে জানাযায়, শুক্রবার বিকেলে উপজেলার ফোর্ডনগর বিল্লাল একাডেমী মাদরাসা থেকে ছোট ভাইয়ের সাথে দেখা করে পার্শ্ববর্তী গাজিন্দা গ্রামের বন্ধু রানার মোটরসাইকেলে সাভারে ঘুরতে যায়। ঢাকা- আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ডের ইউটার্নে সন্ধ্যা ৭ টার দিকে তাদের মোটরসাইকেলকে পিছন দিক থেকে আসা রাজধানী নামের একটি বাস ধাক্কা দেয়। এ সময় সড়কের আইল্যান্ডের সাথে লেগে চালক রানার হাত পা ভেঙ্গে যায়। অপরদিকে, মোটরসাইকেলের পিছনে বসে থাকা মীর সাব্বির গুরুতর আহত হয়। পরে তাদের সাভারস্থ এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৭ টার দিকে সাব্বির মারা যান। ঘাতক বাসটিকে সাভার হাইওয়ে পুলিশ আটক করেছেন। নিহতের পরিবারে বইছে শোকের বন্যা।