সিংগাইরে সকালে থানায় জিডি বিকালে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে নিখোঁজের ৪ দিন পর খরের পালার নিজ থেকে পরিমল রাজবংশী(২৮) নামের এক মাছ ব্যবসায়ীর যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
ঘটনাটি ঘটেছে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের উত্তর জাইল্যা মাঝিপাড়া গ্রামে। মঙ্গলবার(১২ মার্চ) সন্ধ্যার পর উপজেলার চারিগ্রাম ইউনিয়নের উত্তর জাইল্যা এলাকায় খড়ের পালার নিচ থেকে পুলিশ লাশ উদ্ধার করেছেন। নিহত পরিমল রাজবংশী (২৮) সে ওই এলাকার চন্দ্র মোহন রাজবংশীর ছেলে।
নিহতের পরিবারিক সূত্রে জানাযায়, গত শনিবার সকাল ১০ টার দিকে পরিমল রাজবংশী বাড়ি থেকে বের হন। রাতে বাড়িতে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকেন। কোন খোঁজ না পেয়ে মঙ্গলবার সকালে নিহতের মা মিনা রানী রাজবংশী বাদি হয়ে সিংগাইর থানায় একটি জিডি করেন । জিডির পর বিকাল ৫ টা দিকে বাড়ির পাশে সমবায় কিন্ডার গার্ডেন স্কুল সংলগ্ন খরের পালার ভিতর লাশের খোঁজ মেলে। পরে থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠান।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জিয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,আইনগত বিষয় প্রক্রিয়াধীন।