গুম পরিবারের মাঝে রমজানের উপহার সামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার :
আওয়ামী সরকার দেশের গণতন্ত্র, অর্থ লুটপাট, মানুষের ভোট ও ভাতের অধিকার ধুলিশ্বাত করে দিয়েছে মন্তব্য করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, যারা গনতন্ত্র হত্যা করেছে, অর্থনীতি ধ্বংস করেছে, যারা বিচার বিভাগকে কুক্ষিগত করেছে , জনগনের ভোটের অধিকার কেড়ে নিয়েছে তারা এই দেশকে মেরামত করতে পারবে না। দেশের গনতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে এইমূহুর্তে জনগণের সরকার প্রয়োজন ।
আজ ১১ মার্চ সোমবার ঢাকা ১৬ আসনের পল্লবী রুপনগর থানার গুম হওয়া পরিবারের স্বজনদের বাসায় রমজানের উপহার সামগ্রী তুলে দেয়ার সময় আমিনুল হক গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন। সরকারের কিছু অসাধু সিন্ডিকেটের কারসাজিতে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সাধারণ জনগণের নাভিশ্বাস উঠেছে উল্লেখ করে আমিনুল হক বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধগতিতে মানুষের জীবন এখন বিপন্ন। এর থেকে জনগণ মুক্তি চায়।
ঢাকায় গুম হওয়া পল্লবী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম, পল্লবী থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম তারা, গত ২০২২ সালের ৭ ডিসেম্বর পল্টন কেন্দ্রীয় কার্যালয় সামনে পুলিশের গুলিতে নিহত পল্লবী থানা স্বেচ্ছাসেবকদলের নেতা মরহুম মকবুল হোসেন পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে পবিত্র রমজানের এ উপহার সামগ্রী প্রদান করা হয়।
এসময় তার সঙ্গে পল্লবী রুপনগর ও মিরপুর থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।