কিশোরগঞ্জে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে যথাযোগ্য মর্যাদায় পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে ড়্যালী ও কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি পুলিশ লাইন্সে স্থাপিত অস্থায়ী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়।
পরে “স্মার্ট পুলিশ, স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ”এই প্রতিপাদ্য নিয়ে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে আয়োজিত পুলিশ মেমোরিয়াল ডে ২০২৪ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বিপিএম সেবা, পিপিএম বার এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আল আমিন হোসাইন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মনতোষ বিশ্বাস সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পরে বিগত বছরে কিশোরগঞ্জ জেলায় কর্মরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারের মাঝে অর্থ প্রদান করা হয় এবং প্রয়াত পুলিশ সদস্য পরিবারের মাঝে ক্রেস্ট ও উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * পুলিশ মেমোরিয়াল ডে
সর্বশেষ সংবাদ