গোপালপুরে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ঐতিহাসিক ৭ মার্চ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে চিরঞ্জীব মুজিব ভাস্কর্যের বেদীতে পুস্প স্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন। আরো অংশ নেন উপজেলা আওয়ামীলীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠন। বিভিন্ন শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠন ও পৃথকভাবে ফুলের স্তবক অর্পন করেন। পরে একটি বিশাল রেলী মুজিব কর্ণার থেকে শুরু করে এবং উপজেলা পরিষদ চত্বরে মুজিব ভাস্কর্যে পুস্প স্তবক অর্পন করেন। এখানে নেতৃত্বে দেন ছোট মনির এমপি। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার( চলতি দায়িত্ব) এবং সহকারি কমিশনার (ভূমি) নাজমুল হাসান।
প্রধান অতিথি ছিলেন ছোট মনির এমপি। বক্তব্য রাখেন আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল মোমেন ওসি ইমদাদুল হক তৈয়ব, মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন, ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা সমরেন্দ্রনাথ বিমল, নগদাশিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান সোহেল। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আওয়ামীলীগ নেতা ইঞ্জিনয়ার খন্দকার গিয়াসউদ্দীন, জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম প্রমুখ। পরে প্রধান অতিথি ৭ মার্চ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।