চান্দলা মডেল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা মডেল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৭ মার্চ (বৃহস্পতিবার) সকাল ১০ টায় স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সহকারি শিক্ষক কামরুল হাসানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ অপু খান চৌধুরী।
অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট আবদুল আলীম খান, এডভোকেট আবদুল মান্নান, চান্দলা মডেল হাই স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মহসিন আলম, প্রবাসী রিপন সরকার।
উপস্থিত ছিলেন, হাজী জয়দল হোসেন মেথু, মোঃ আব্দুল মান্নান সরকার, জনাব মোঃ আবুল হোসেন বাবুল, মোঃ সিপু খান চৌধুরী, অপু, অত্র বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ ইমন আলী ভূঁইয়া, সহকারি শিক্ষক মোঃ আল- আমিন, মোঃ ইব্রাহিম ও মোঃ আব্দুল মতিন, আক্তার হোসেন, রেহেনা আক্তার, শারমিন আক্তার, আমেনা আক্তারসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সুধীজন। অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।