বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় চাচা ভাতিজা নিহত
ফরিদপুর প্রতিনিধি :
মাঝকান্দি-ভাটিয়াপাড়া সড়কের ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বনমালীপুর এলাকার বিননাহরি বিল্লাল মিয়ার বাড়ির সামনে মোটরসাইকেলে যোগে ঢাকায় যাওয়ার পথে চাচা ভাতিজা নিহত হয়েছে। মঙ্গলবার ( ৫ মার্চ) সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহতারা হলেন ময়না ইউনিয়নের হাটখোলা চরের মো. ইমরান (৩১) ও মো. নাঈম (২৮)। তারা আপন চাচা ভাতিজা।
এ বিষয়ে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে ঢাকার দিকে যাওয়ার পথে বোয়ালমারী উপজেলার বনমালীপুর এলাকার বিননাহরি বিল্লাল মিয়ার বাড়ির সামনে মাছ ভর্তি একটি পিকআপের সাথে সংঘর্ষে মোটরসাইকেল থাকা দুইজন নিহত হয়। তারা সম্পর্কে চাচা ভাতিজা। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে বোয়ালমারী থানায় নিয়ে এসেছে। লাশের আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।