দেশের সর্ব বৃহৎ জুমার জামাত চরমমোনাইতে অনুষ্ঠিত।

বরিশাল  প্রতিনিধিঃ
চরমোনাইর বাৎসরিক ফাল্গুুন মাসের মাহফিলের  শুক্রবারে দেশের সর্ব বৃহৎ  জুমার  জামাত অনুষ্ঠিত হয়। তিনদিন  ব্যাপী মাহফিলের শেষ  দিন শুক্রবার হওয়ায় সারাদেশ থেকে লক্ষ লক্ষ ধর্ম প্রান মুসুল্লি  আল্লাহ কে রাজী খুশী করার জন্য  চরমোনাই ময়দানে  জুমার জামাতে  শরীক হয়।।
দেশের  সর্ব বৃহৎ  এ জুমার জামাতে শরীক হতে বরিশাল  বিভাগের  জেলা, উপজেলা  সহ পার্শ্ববর্তী  জেলা থেকে  মানুষের  ঢল নামে। নদী পথ সড়ক পথ সকল যানবাহনে  ছিল চরমোনাই  মাহফিল মুখী মানুষের  উপচে  পড়া ভীর।
জুমার নামাযের পুর্বে দেশ ও জাতির তথা মুসলমানের উদ্দেশ্য  দিক নির্দেশনা মুলক বক্তব্য দেন ইসলামি  আন্দোলনের  সিনিয়র নায়েবে আমীর মুফতি  সৈয়দ মু. ফয়জুল  করীম শায়েখে চরমোনাই। চরমোনাই  মাহফিল  ময়দানের এ সর্ব বৃহৎ জুমার নামাযে ইমামতি করেন সৈয়দ মোসাদ্দেক  বিল্লাহ আল মাদানী ( অধ্যক্ষ চরমোনাই  কামিল মাদ্রাসা)
দেশ  ও জাতির  শান্তি কামনা করে  মহান আল্লাহর নিকট নামাজের শেষে  দোয়া করা হয়। তিনদিনের  বাৎসরিক  মাহফিলের  আজ শেষ দিন। আগামী কাল ফজর নামাজের বাদ চরমোনাইর পীর সাহেব ও ইসলামী আন্দোলন  বাংলাদেশের মুখপাত্র মুফতি সৈয়দ মোঃ রেজাউল করিম বয়ান শেষে আখেরী মোনাজাত দিবেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * চরমমোনাইতে অনুষ্ঠিত * দেশের সর্ব বৃহৎ জুমার জামাত
সর্বশেষ সংবাদ