গুড নেইবারস বাংলাদেশ সিডিসির চেয়ারপারসন হলেন মৌলভীবাজারের আবদাল হোসেন

মৌলভীবাজার :
আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংস্থা  গুড নেইবারস বাংলাদেশ এর  জাতীয় কম্যুনিটি ডেভলপমেন্ট কমিটি (সিডিসি) ২০২৪-এর চেয়ারপারসন  নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের আবদাল হোসেন।
কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউপি চেয়ারম্যান ও সংস্থার মৌলভীবাজার সিডিসির চেয়ারপারসন  মো: আবদাল হোসেন।বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) গুড নেইবারস বাংলাদেশ এর  সিরাজগঞ্জ সিডিপি তে অনুষ্ঠিত সিডিসি সেমিনার ২০২৪ শীর্ষক এক অধিবেশনে  তাকে জাতীয় পর্যায়ে সিডিসির চেয়ারপারসন  নির্বাচিত করা হয় বলে জানিয়েছেন  সংস্থার মৌলভীবাজার সিডিপির ব্যবস্থাপক বিপুল রেমা।
উল্লেখ্য   গুড নেইবারস বাংলাদেশ সুবিধা বঞ্চিত শিশু ও নারীর শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক উন্নয়ন সহ তাদের অধিকার রক্ষায় মৌলভীবাজার সহ সারা দেশের ২০টি জেলায় কাজ করছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংস্থা  গুড নেইবারস * নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের আবদাল হোসেন * মৌলভীবাজার
সর্বশেষ সংবাদ