গ্রাহকের সঞ্চয়ের টাকা আত্মসাৎ করায় গ্রামীন ব্যাংকের ম্যানেজারসহ দুই জনের কারাদণ্ড

বরিশাল  প্রতিনিধিঃ
গ্রামীন ব্যাংকের গ্রাহকের সঞ্চয়ের টাকা জমা  না করে আত্মসাৎ করায় শাখা ব্যাবস্হাপক সহ দুই জনকে  তিন বছরের কারাদণ্ড ও ১০ ( দশ)  হাজার  টাকা জরিমানা  অনাদায় আরো ৩ ( তিন)  মাসের স্বশ্রম  কারাদণ্ড দিয়েছে আদালত।  ২৮/২/২০২৪ ইং বুধবার  বরিশাল বিভাগীয় বিশেষ  জজ আদালতের বিচারক মেহেদী  আল মাসুদ  এ রায় দেন।
দন্ড প্রাপ্ত আসামিরা হলেন  বরিশালের  সদর উপজেলার গ্রামীন ব্যাংক  রায়পাশা শাখার সাবেক  শাখা ব্যাবস্হাপক  দেলোয়ার হোসেন।  ঠিকানা যশোরের  ছাতিয়ান তলা।এবং বাগেরহাটের শরণখোলার চালতিয়া বুনিয়া গ্রামের বাসিন্দা মোঃ শাহ আলম।
আদালতের বেঞ্চ সহকারী মোঃ আবুল  বাশার বিষয়টি নিশ্চিত করেন। আদালত সুত্রে আরও  জানা যায়,শাখা ব্যবস্হাপক দেলোয়ার হোসেন  ও মোঃ শাহ আলম  পরস্পর  নারী গ্রাহকের ১৩ হাজার নেওয়ায়  জন্য  স্লিপ  দেন। কিন্তুু টাকা জমা না দিয়া নিজেরা আত্নসাৎ করেন।
এ ঘটনায় ২০১২ সালের ৩১ ডিসেম্বর  দুদকের  বরিশাল  কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ওয়াজেদ আলী গাজী  বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায়  একটি মামলা দায়ের করেন।  আদালত  ১৫ জনের স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে এ রায় প্রদান করেন।  রায় ঘোষণার সময় আসামিরা পলাতক  ছিলেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * কারাদণ্ড * গ্রামীন ব্যাংকের ম্যানেজার * গ্রাহকের সঞ্চয়ের টাকা আত্মসাৎ
সর্বশেষ সংবাদ