মেয়েকে নিয়ে ঢাকায় যাওয়ার পথে চলন্ত ট্রেনে বাবার মৃত্যু
দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের সেতাবগঞ্জ থেকে মেয়েকে নিয়ে ঢাকায় যাওয়ার পথে দ্রুতযান ট্রেনে আব্দুস সালাম (৬০) নাকে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রæয়ারী) ফেব্রæয়ারী দুপুর আড়াইটার সময় চলন্ত ট্রেনে নাটোর স্টেশন থেকে চাটমোহর স্টেশনের মাঝখানে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মৃত্যু করণ করেন। ট্রেনে মৃত্যু বরণকারী আব্দুস সালাম(৬০) বোচাগঞ্জ উপজেলার ৫নং ছাতইল ইউনিয়নের দেউড় গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
জামাই বোচাগঞ্জ উপজেলার মোহনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃত্যু বরণকারী আব্দুস সালামের ভাতিজি জামাই মোঃ রমজান আলী জানান, আব্দুস সালামের একমাত্র মেয়ের জামাই সেনাবাহীনিতে কর্মরত অবস্থায় ৪/৫ মাস আগে মৃত্যু করণ করেন। সেই মেয়েকে নিয়ে দাবীকৃত টাকা তোলার জন্য ট্রেন যোগে ঢাকা যাচ্ছিলেন। দুপুর আড়াইটার সময় চলন্ত ট্রেনে ঘুমের মধ্যে নাটোর স্টেশন থেকে চাটমোহর স্টেশনের মাঝখানে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে তিনি মৃত্যু করণ করেন।
তিনি মৃত্যু করণ করেছেন তা কেউ বুঝতে পারেননি। পরে অনেক পরে বুঝতে পারার পর চাটমোহর ষ্টেশনে লাশটি নামানো হয়। আইনি আনুষ্ঠানিকতা শেষে লাশ রাত সাড়ে ১০ টার সময় বোচাগঞ্জে এসে পৌছায়। এ সময় গ্রামে কান্নার রোল পড়ে যায়। নেমে আসে শোকের ছায়া। আগামীকাল বুধবার দুপুর ২টার সময় দেউড়ে জানাযা অনুষ্ঠিত হবে। মরহুম আব্দুস সালাম মৃত্যুর আগে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
৫নং ছাতইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবু ট্রেনে আব্দুস সালামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে জানতে চাইলে দিনাজপুর ষ্টেশন সুপার একেএম জিয়াউর রহমান বিষয়টি নিশ্চি করে জানান, ঘটনা শুনেছি। ছুটিতে থাকার কারণে বিস্তারিত জানাতে পারলামনা।